ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিল ইউরোপ


প্রকাশ: 24/11/2022


Thumbnail

ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা এবং আন্তর্জাতিক আইন অবমাননার জন্য রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র ( এ টেরোরিস্ট রেজিম)’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয়ান পার্লামেন্ট। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোকেও এই পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয়ান পার্লামেন্টে আয়োজিত এই প্রস্তাবের পক্ষে ভোট পরে ৪৯৪ ভোট। অন্যদিকে ৫৮ জন সংসদ সদস্য এর বিপক্ষে ভোট দেন এবং ৪৪ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

পার্লামেন্ট সদস্যরা (এমইপি নামে পরিচিত) বলছেন, এই আইনি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিবে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার পর ইইউ রাশিয়ার ১ হাজার ২৪১ জন ব্যক্তি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ১১৮টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭