ইনসাইড গ্রাউন্ড

যেখানে সার্বিয়ার থেকে পিছিয়ে ব্রাজিল


প্রকাশ: 25/11/2022


Thumbnail

সার্বিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। কাগজে-কলমে কিংবা দলীয় শক্তিমত্তার জায়গায় অনেক পিছিয়ে মধ্য ইউরোপের দেশটি। তবে একটা জায়গায় ব্রাজিলের চেয়ে পিছিয়ে রয়েছ সার্বিয়া- এমনটাই মনে করেন সার্বিয়ান কোচ ড্রাগন স্টোকোভিচ।

তারকায় ভরপুর ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। ইউরোপের নামিদামি ক্লাবগুলো দাপিয়ে বেড়ান ব্রাজিলের ফুটবলাররা। ফলে জাতীয় দলের হয়ে একসাথে খুব বেশি খেলার সুযোগ পান না তারা। ফলে দলগতভাবে শক্তিশালী হলেও এখানেই সার্বিয়ার থেকে পিছিয়ে রয়েছে ফুটবলের পাওয়ার হাউসরা।

ড্রাগন স্টোকোভিচের মতে, ব্রাজিল বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার। তবে আমাদের দলের ফুটবলাররা দীর্ঘদিন জাতীয় দলের হয়ে একসাথে খেলছেন। ফলে তাদের বোঝাপড়াটাও দুর্দান্ত। দলের অধিকাংশ ফুটবলারের রাশিয়া বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

সেই সাথে ব্রাজিল দলটির বেশ কয়েকজন ফুটবলার প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপের মঞ্চে। পাশাপাশি শারিরিক সক্ষমতার জায়গা থেকেও নিজেদের এগিয়ে রাখছেন সার্বিয়ার কোচ। যা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলে মত তার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭