ইনসাইড গ্রাউন্ড

সমতায় শেষ ব্রাজিল-সার্বিয়া ম্যাচের প্রথমার্ধ্ব


প্রকাশ: 25/11/2022


Thumbnail

'জি' গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়ছে ব্রাজিল। দোহার লুসাইল স্টেডিয়ামে  গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে দুই দলের ম্যাচটির প্রথমার্ধ্ব। ম্যাচের শুরু থেকে বল দখলে রাখে ব্রাজিল। মাত্র ৬ মিনিটেই নেইমারকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন পাভলোভিচ। ১০ মিনিটে দারুণ একটি গোছানো আক্রমণ চালায় ব্রাজিল। রাইট উইং দিয়ে রাফিনিয়া আক্রমণে উঠার পর প্রান্ত বধলে লেফট উইংয়ে থাকা ভিনিসিউসের কাছে বল দেন কাসেমিরো। ভিনিসিউসের কাছ থেকে ডি-বক্সে বল পান নেইমার। তবে জটলার ভেতর থেকে নেইমার শট নেয়ার আগে তা ক্লিয়ার করে দেন সার্বিয়ার ডিফেন্ডাররা।

১৩ মিনিটে আবারও সার্বিয়ার গোলমুখে শট নেন নেইমার। ২১ মিনিটে সার্বিয়ার ডিফেন্সে আবার আক্রমণ শাণায় নেইমার ও কাসেমিরো। ম্যাচের ২৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে সার্বিয়া। ডানপ্রান্ত থেকে সার্বিয়ানদের সে আক্রমণ রুখে দেন অ্যালিসন।

২৮ মিনিটে থিয়াগো সিলভার দারুণ এক পাস থেক গোল করার সুযোগ আসে ব্রাজিলের। ভিনিনিউস জুনিয়র চেষ্টা করলেও ডান পাশে ঝাঁপিয়ে পড়ে তা ক্লিয়ার করেন সার্বিয়ার গোলরক্ষক মিলিনকোভিচ। দুই মিনিট পর কর্ণার থেকে আরো সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। ৩৫ মিনিটে রাফিনিয়া নেয়া দুর্বল শট গ্লাভসে জমা করেন মিলিনকোভিচ।

৪১ মিনিটে কাসেমিরোর ত্রু ধরে এগিয়ে যান ভিনিসিউস। তাকে মার্কিংয়ে রাখা নিকোলা মিলিনকোভিচ ক্লিয়ার করতে গেলে তার মুখে লেগে বল চলে যায় ভিনির কাছে। তবে দারুণ ক্ষিপ্রতায় ভিনি শট নেয়ার আগে তা সাইড লাইনের বাইরে পাঠান এই সার্বিয়ান ডিফেন্ডার।

নির্ধারিত সময়ে কোন গোল না হলে সমতায় থেকে বিরতিতে যায় ব্রাজিল ও সার্বিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭