ইনসাইড গ্রাউন্ড

রিচার্লিসনের গোল, এগিয়ে গেল ব্রাজিল


প্রকাশ: 25/11/2022


Thumbnail

বিরতির পর শুরুতেই আক্রমণে উঠে ব্রাজিল। তবে এবারো গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় সার্বিয়া। রাফিনিয়ার নিশ্চিত গোল পা দতিয়ে ঠেকিয়ে দেন মিলিনকোভিচ। টানা আক্রমণে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে থাকে সেলেসাওরা। ৫০ থেকে ৫৫ মিনিটের মধ্যে ৬টি আক্রমণ করে ব্রাজিল। তবে একটি থেকেও গোল আদায় করে নিতে পারেন নি নেইমাররা। 

৫৭ মিনিটে একাদশে জোড়া পরিবর্তন আনেন সার্বিয়ান কোচ ড্রাগন স্টোকোভিচ। ৬০ মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে নেয়া অ্যালেক্স সান্দ্রোর শট পোষ্টে লেগে ফিরে আসে । আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে ৬২ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের পাস থেকে গোলমুখে শট নেন ভিনিসিউস। সার্বিয়ার গোলরক্ষক তা ঠেকিয়ে দিলেও, ফিরতি বল পেয়ে তা জালে জড়ান রিচার্লিসন। যা বিশ্বকাপে তার প্রথম গোল। আর জাতীয় দলের হয়ে ১৮তম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭