ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করবে মৈত্রী


প্রকাশ: 25/11/2022


Thumbnail

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভারতে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী’ ভবিষ্যতেও কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওল্ড ইন্ডিয়া হাউজে মৈত্রীর পুনর্মিলনী অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের যেসব শিক্ষার্থী ভারতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন, তারা দুই দেশের মধ্যে জীবন্ত সেতুর মতো।’

ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ‘মৈত্রী’।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সফল প্রাক্তনীরা। পূজা সেনগুপ্তর নির্দেশনায় নৃত্য পরিবেশন করে তুরঙ্গমী নৃত্যদল। সংগীত পরিবেশন করেন মনিরা ইসলাম গুরুপ্রিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭