ইনসাইড গ্রাউন্ড

ইনজুরিতে নেইমার, শঙ্কা জেগেছে পরবর্তী ম্যাচ নিয়ে


প্রকাশ: 25/11/2022


Thumbnail

বিশ্বকাপ মিশনে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নেয় ব্রাজিল। কোচ তিতে সহ দলের সবাই এ জয়ে আনন্দিত। দলের সবাই যখন ম্যাচ জয়ে আনন্দ ভাগাভাগি করছে দলের অন্যতম তারকা তখন নিজের ইনিজুরি নিয়ে শঙ্কায়। তাই নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও চিন্তার ভাজ পড়েছে ব্রাজিলিয়ানদের। ম্যাচের ৮০ মিনিটে নেইমারকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ তিতে। এর আগেই মাঠে বসে যেতে দেখা গিয়েছে নেইমারকে। পরে চিকিৎসকরা আসেন। এক সময় দেখা যায় স্ট্রেচার নিয়ে আসা হয়েছে পিএসজির এ তারকাকে মাঠ থেকে নেওয়ার জন্য। কিন্তু নেইমার পায়ে হেঁটেই মাঠের বাহিরে যান। তবে ডাগ আউটে বসে দেখা গেলো জার্সি দিয়ে মুখ ঢেকে আছেন। হয়তো শঙ্কায় পড়ে গেছেন তিনি, তার এই ইনজুরি কতটা গভীর তা নিয়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। এর একটি অংশ বেশ ফুলে থাকতেও দেখা যায়।  ইনজুরি কতটা গভীর সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন নেইমার গোড়ালিতে আঘাত পেয়েছেন তবে আঘাত কতটুকু গুরুতর তা জানার জন্য অপেক্ষা করতে এক থেকে দুই দিন।

শতভাগ ফিট হয়েই কাতারে বিশ্বকাপ খেলতে এসেছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণ তৈরি করে দেওয়ার দায়িত্বে খেলেছেনও দারুণ। দুটি গোলেই ছিল অবদান। তবে বেশ কয়েকবার সার্ব ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে ফাউলের শিকারই হয়েছেন ৯বার। নেইমারকে দমিয়ে রাখা যেনো একমাত্র দায়িত্ব ছিলো সার্বিয়ার রক্ষনভাগের। বর্তমানে ব্রাজিল দলের অন্যতম তারকা যে কোন সময়ে বদলে দিতে পারেন খেলার পরিস্থিতি। বিপক্ষ শিবির তাই আতঙ্কে থাকে নেইমারকে নিয়ে। ব্রাজিল সমর্থকরা চাইবেন দলের অন্যতম ভরষার কান্ডারি সুস্থ হয়ে  যেনো খেলেন পরবর্তী ম্যাচের একাদশে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭