ইনসাইড গ্রাউন্ড

রাতে ইকুয়ডেরের বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ড


প্রকাশ: 25/11/2022


Thumbnail

লাতিন আমেরিকারে একটি শক্তিশালি দল ইকুয়েডর। সাম্প্রতিক সময়ে ইকুয়েডর অনেক ভালো ফুটবল খেলছে। বিশ্বকাপে যে কোন দলের সাথে লড়াই করার ক্ষমতা এই টিমের রয়েছে। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারের বিপক্ষে - গোলের জয় তুলে নেয় ইকুয়েডর অধিনায়ক ভালেন্সিয়ার পা থেকে আসে জয় সূচক দুইটি গোল প্রথম ম্যাচ জয়ের আত্নবিশ্বাস কাজে লাগাতে চাইবে ডাচদের বিপক্ষেও। অধিনায়ক ভালেন্সিয়ার সাম্প্রতিক ফর্ম এগিয়ে রাখবে ইকুয়েডেরকে। ভালেন্সিয়ারা  চাইবেন সর্বোচ্চ দিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অর্জন করতে যদি এর আগে  ইকুয়েডর বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে  যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৬  বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছানো, যেখানে তারা ইংল্যান্ডের কাছে গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

নেদারল্যান্ড ফুটবল বিশ্বে অন্যতম শক্তিশালি একটি দল। শক্তিমত্তার দিক থেকে ইকুয়েডর এর থেকে অনেকটা এগিয়ে আছে টিম নেদারল্যান্ড। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে - গোলের জয় পায় ডাচরা। ইকুয়েডেররের বিপক্ষে জয় তুলে নিশ্চিত করতে চাইবেন শেষ ষোলোর টিকিট বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপের সেরা হয়ে কাতারের টিকিট পেয়েছিলো নেদারল্যান্ডস। দারুন ছন্দে রয়েছে উট উইঘস্ট, ফ্রেঙ্কি ডি জংরা

তিন বার বিশ্বকাপের ফাইনালে উঠলেও এক বারও জিততে পারেনি ডাচরা। বার অন্যতম ফেভারিট হিসাবেই বিশ্বকাপে এসছে তারা অধরা বিশ্বকাপ বার ধরার চেষ্টা করবেন ডি জংরা

নেদারলান্ডসের বড় শক্তির জায়গা তাদের কোচ। কাতার বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ কোচ লুইস ফন গাল। প্রায় তিন দশক ধরে কোচিং করাচ্ছেন তিনি। অভিজ্ঞ লুইস  চাইবেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিষ্যদের সর্বোচ্ছ পারফরম্যান্স বের করতে। ডাচ কোচের আগ্রাসী ফুটবলই পচন্দ বেশির ভাগ সময়ে তিনি দলকে -- ছকে মাঠে নামান। কাতারেও দলকে আগ্রাসী ছন্দবদ্ধ ফুটবল খেলাচ্ছেন ফন গাল

নেদারল্যান্ডস তাদের ফিফা বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় দিয়ে একটি অসাধারণ শুরু করেছে। ডাচরা সেদিন জয় নিশ্চিত হওয়া থেকে অনেক দূরে ছিল, তবুও ৮৪তম মিনিটে সি গ্যাকপোর একটি গোল এবং ডেভি ক্ল্যাসেনের স্টপেজ টাইম স্ট্রাইকের সৌজন্যে জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছিল।

ডাচদের অন্যতম ভরষার প্রতিক ভার্জিল ভ্যান ডিজিক যিনি জ্বলে উঠলে প্রতিপক্ষ কে দমিয়ে রাখা অনেকটাই সহজ হয়ে যায়। তাই ডি জংকের সাথে ভ্যান ডিজিকের দিকেও তাকিয়ে থাকবে ডাচ শিবির। অন্যদিকে  ইকুয়েডর আশা করবে ভ্যালেন্সিয়া থেকে আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের

কাতার বিশ্বকাপে প্রথম মুখোমুখী হচ্ছে এ দুই দল। অতীতে ডাচদেরে বিপক্ষে দুবার মাঠে নেমেছিলো ইকুয়েডর। সর্বপ্রথম ২০০৬ সালের মার্চ মাসে। ম্যাচটি ছিলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেবার ১-০ গোলে জয় লাভ করে নেদারল্যান্ডস। পরেরবার ২০১৪ সালে দ্বিতীয় মুখোমুখীতে ড্র করে উভয় দল। ফলে ডাচদের বিপক্ষে এখনো জয়ের দেখা নেই ইকুয়েডরের। সাম্প্রতিক সময়ে ইকুয়েডর ভালো ফর্ম যে কোন দলের জন্য ভয়ের। তবে খাতা কলমে এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। ফুটবল বিশেষজ্ঞরা শুক্রবারের ম্যাচে এগিয়ে রাখবে ডাচদের।


গ্রুপ ‘এ” শক্তিশালী দুইদলের ম্যাচটি খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদশ সময় রাত ১০ টায়।

 

 

  

 

  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭