ইনসাইড গ্রাউন্ড

রেফারির সিদ্ধান্তে খুশি নন ঘানার কোচ


প্রকাশ: 25/11/2022


Thumbnail

র্তুগালের হয়ে নিজের শেষ এবং পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা রোনালদো নাম লেখালেন রেকর্ড বইয়ে। ৩৮ বছর বয়সী এ ফুটবলার এবং রেকর্ড যেনো একই বইয়ের দুইটি পৃষ্ঠা। মাঠে নেমেই করেন রেকর্ড। গতকাল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের রেকর্ড গড়েছেন সি আর সেভেন। টানা পঞ্চম বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় এখন তিনি। রোনালদোর রেকর্ডের দিনে - গোলের জয় পায় পর্তুগাল।

ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোসের দল জয় পেলেও করা পর্তুগীজ তারকার গোলকেরেফারির উপহারবলছেন ঘানার কোচ টো আদ্দো। এজন্য ম্যাচ রেফারির ভুল সিদ্ধান্তকেও দায়বদ্ধ করছেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দাবি করেন ঘানার কোচ। তিনি বলেন, আমার মনে হয়, এটা ভুল সিদ্ধান্ত। আমরা বলের দিকে লক্ষ্য করেছিলাম। আমি জানি না, ভিএআর কেন এটাতে প্রয়োগ হলো। এর কোন ব্যাখ্যা নেই। এটা খুবই বাজে সিদ্ধান্ত। এটা আসলে আমাদের বিপক্ষেই একটা ফাউল। ম্যাচে ঘানা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭