ওয়ার্ল্ড ইনসাইড

চীনে দ্বিতীয় দিনের মত রেকর্ড কোভিড রোগী শনাক্ত


প্রকাশ: 25/11/2022


Thumbnail

টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক কোভিড-১৯ রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। বিদেশ থেকে আগত রোগী বাদ দিলেও বৃহস্পতিবার স্থানীয়ভাবে ৩২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে দেশটিতে।এ র  আগের দিন বুধবার এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪৪ জন।

শনাক্তদের মধ্যে ৩ হাজার ৪১ জনের দেহে কোভিডের উপসর্গও মিলেছে। বাকি ২৯ হাজার ৬৫৪ জন উপসর্গহীন। চীনে শনাক্ত রোগীদের এই দুই ক্যাটাগরিতে হিসাব করা হয়।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজু এবং দক্ষিণপশ্চিমের চংকিংয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। বড় প্রাদুর্ভাব সুদূরপ্রসারী হওয়ায় কর্তৃপক্ষও এই দুই শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নিয়ে চিন্তিত।

এর বাইরে চেংদু, জিনান, লানঝু, জিয়ান ও উহানের মতো শহরগুলোতেও প্রতিদিন কয়েকশ করে রোগী শনাক্ত হচ্ছে।

আগেরদিনের চেয়ে চারগুণ বেড়ে বৃহস্পতিবার শিজিয়াজুয়াং শহরে ৩ হাজার ১৯৭ রোগী শনাক্ত হয়েছে।

রাজধানী বেইজিংয়েও এদিন উপসর্গসহ ৪২৪ এবং উপসর্গহীন এক হাজার ৪৩৬ রোগী শনাক্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে। আগেরদিন উপসর্গসহ ৫০৯ এবং উপসর্গহীন এক হাজার ১৩৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছিল।

প্রাদুর্ভাব মোকাবেলায় এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটিকে এখন বিভিন্ন শহরে ব্যাপক বিধিনিষেধ জারি করতে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭