ইনসাইড পলিটিক্স

বিএনপিকে সুবিধা দিতেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন


প্রকাশ: 27/11/2022


Thumbnail

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর। এর আগে প্রথমে সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তা স্থগিত করা হয়। ওই সময় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপানে যাওয়ার কথা ছিলো। যদিও পরে সফরটি বাতিল করা হয়েছে। সেই সফর থেকে প্রধানমন্ত্রীর ফেরার কথা ছিল ৩ ডিসেম্বর। আর সে কারণেই ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বরের স্থগিত করা হয়। এরপর নতুন করে আগামী ৮ ও ৯ ডিসেম্বর এই সম্মেলনের আয়োজনের কথাও জানানো হয় ছাত্রলীগের পক্ষ থেকে। এরপর আজ আবার নতুন করে ঘোষণা করা হয় ছাত্রলীগের সম্মেলন হবে ৬ ডিসেম্বর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন এই তারিখ ঘোষণা করেন। ছাত্রলীগের সম্মেলনের তারিখের এই পরিবর্তনের নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলাপ আলোচনা শুরু হয়।

মূলত আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মহাসবেশের দুই দিন আগে যদি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপির মহাসবেশের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে। আর তাই বিএনপির সমাবেশে যেন ব্যঘাত না ঘটে এবং সমাবেশ যেন সুষ্ঠু ভাবে করতে পারে সেই লক্ষে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের ৮ ডিসেম্বরের সম্মেলনের তারিখ পরিবর্তন করে ৬ ডিসেম্বর করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭