ইনসাইড এডুকেশন

রামুতে আরকেকে'র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ


প্রকাশ: 28/11/2022


Thumbnail

কক্সবাজারের রামুতে জাপান ভিত্তিক মানবতাবাদী সংগঠন রিসসো কোসেই-কাই এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

এই উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাস্থবির। 

এতে প্রধান অতিথি ছিলেন, রিসসো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ প্রধান কাজুয়া নাগাসিমা। 

বিশেষ অতিথি বক্তব্য দেন, আরকেকে এনজিও বোর্ডের পরিচালক বংকিম বড়ুয়া, আরকেকে টেম্পল কক্সবাজারের আহ্বায়ক সৌমেন বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ প্রধান কল্লোল বড়ুয়া, অনুজ বড়ুয়া, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু, আরকেকে'র হিসাব রক্ষক ডিপলু বড়ুয়া, চট্টগ্রামের শিক্ষা বিষযক প্রধান মৃদুল কান্তি বড়ুয়া, আরকেকে লিডার মুকুট বড়ুয়া ও বাবুল বড়ুয়া প্রমূখ। 

আলোচনা সভা শেষে ২শতাধিক দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭