ইনসাইড গ্রাউন্ড

'ই' গ্রুপের ম্যাচ প্রেডিকশন


প্রকাশ: 02/12/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের 'ই' গ্রুপ থেকে এখনো রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করতে পারেনি কোন দল। তবে ৪ পয়েন্ট নিয়ে সে পথে অনেকটাই এগিয়ে রয়েছে স্পেন। সমান ৩ পয়েন্ট করে পাওয়া জাপান ও কোস্টা রিকারও সম্ভাবনা রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তবে এই গ্রুপে সবচেয়ে ব্যাকফুটে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

নিজেদের প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলো স্পেন। তবে পরের ম্যাচে জার্মানির সাথে ১-১ গোলে ড্র করে দলটি। ফলে পরের রাউন্ডে যাওয়াটা একরকম নিশ্চিতই। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাবে পেদ্রি-গাভিরা। ড্র' করলেও তারা পাবে শেষ ষোল'র টিকিট। অন্যদিকে এশিয়ার দল জাপান প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে চমক দেখায়। তবে পরের ম্যাচে দুর্ভাগ্যজনক ভাবে হেরে যায় কোস্টা রিকার কাছে। তবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাদেরও। তবে সে জন্য স্পেনের বিপক্ষে পয়েন্ট হারানো চলবে তাদের।

দুর্দান্ত ছর্দে রয়েছেন লুইস এনরিকের শিষ্যরা। এ ম্যাচে ফুটবল বোদ্ধাদের বাজির ঘোড়াও স্পেন। ৩-১ গোলে তারা হারাতে পারে জাপানকে। তবে লড়াই করবে জাপানও। ফলে জিততে পারে তারাও। ২-২ গোলে ড্র কিংবা ২-১ গোলে তাদের জয়ের পক্ষে মত দিয়েছেন অনেকেই।

আরেক ম্যাচে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে ইউরোপের পাওয়ার হাউস জার্মানির। দুটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। স্পেনের বিপক্ষে ড্র করে এখনো পরের রাউন্ডের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন নয়্যার-মুলাররা। তবে নকআউটে যেতে তাদের উতরাতে হবে কঠিন এক সমীকরণ। শুধু জিতলেই হবে না কোস্টা রিকাকে হারাতে হবে বড় ব্যবধানে। অন্যদিকে স্পেনের কাছে গোল বন্যায় বিধ্বস্ত হওয়ার পর পরের ম্যাচে জাপানকে হারিয়ে ঘুরে দাড়িয়েছে কোস্টা রিকা। জার্মানিকে হারালে তাদের সামনেও থাকবে শেষ ষোল'তে যাওয়ার সুযোগ। তবে সে পথে পার্থক্য গড়ে দিতে পারে গোল ব্যবধান।

সাবেক ও বর্তমান ফুটবলারদের মতামত অনুযায়ী, এ ম্যাচে জার্মানির জয়ের সম্ভাবনাই বেশি। ব্যবধান হতে পারে ৩-০।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭