ইনসাইড গ্রাউন্ড

গ্রুপ সেরার হাতছানি স্পেনের, ঘুরে দাড়াতে চায় জাপান


প্রকাশ: 02/12/2022


Thumbnail

'এফ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও জাপান। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচে জয় তুলে নিলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে যাবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ড্র করলেও পরের রাউন্ডের টিকিট পাবে দলটি। তবে ম্যাচটি বাঁচা মরার লড়াই জাপানের জন্য। প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে চমক দেখালেও, পরের ম্যাচে কোস্টা রিকার কাছে হেরে সমীকরণটা কঠিন বানিয়ে ফেলেছে জাপান। এ ম্যাচে তাই জয় তুলে নিতে চায় এশিয়ার দলটি।

দুই দলের একাদশ ও ফর্মেশন:

স্পেন একাদশ:

উনাই সিমোন, সিজার আজপিলিকুয়েতা, পাও তোরেস, আলেজান্দ্রো বাল্দে, রদ্রি, সার্জিও বুসকেতস, গাভি, পেদ্রি, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস, দানি ওলমো।

ফর্মেশন: ৪-৩-৩

জাপান একাদশ:

সুচি গন্দা, শোগো তানিগুইচি, কোউ ইতাকুরা, মায়া ইয়োশিদা, ইয়োতো নাগাতোমো, হিদেমাসা মরিতা, জুনায়া ইতো, আও তানাকা, তাকেফুসা কুবো, দাইচি কামাদা, দাইজেন মায়েদা।

ফর্মেশন: ৩-৪-৩



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭