ইনসাইড গ্রাউন্ড

এগিয়ে থেকে বিরতিতে স্পেন


প্রকাশ: 02/12/2022


Thumbnail

ম্যাচের শুরু থেকে দুই দলই চড়াও হওয়ার চেষ্টা করেন। ৭ মিনিটে সার্জিও বুসকেতসের শট বারের উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে ভাল সুযোগ তৈরি করেছিলো জাপান। তবে জুনায়া ইতোর শটটি সাইড নেটে লাগে। ৯ মিনিটে দানি ওলমোর শট সরাসরি গ্লাভসে জমা করেন জাপান গোলরক্ষক। ১২ মিনিটে দারুণ এক গোছালো আক্রমণে দলেক প্রথম সাফল্য এনে দেন আলভারো মোরাতা। সিজার আজপিলিকুয়েতার ক্রস থেকে হেডে গোল করে এগিয়ে ১-০ গোলে এগিয়ো দেন দলকে।

২৫ মিনিটে মোরাতা আরেকটি সুযোগ পেয়েছিলেন। তবে অফ সাইডের ফাঁদে পড়েন তিনি। ৩৬ মিনিটে কামাদার নেয়া শট ফিরিয়ে দেন ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে প্রতিহত হয়। ম্যাচের ৩৮ মিনিটে বুসকেতসকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন কোউ ইতাকুরা। ৪২ মিনিটে দারি ওলমোর আরেকটি প্রচেষ্টা নষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে আরো দুটি হলুদ কার্ড দেখেন জাপানের ফুটবলাররা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭