ইনসাইড গ্রাউন্ড

প্রথমার্ধ্বে নিজেদের টিকিয়ে রাখলো জার্মানি


প্রকাশ: 02/12/2022


Thumbnail

গ্রুপ পর্বের কঠিন সমীকরণ মাথায় নিয়ে আল বাইত স্টেডিয়ামে মাঠে নামে জার্মানি-কোস্টারিকা। কোস্টারিকাকে হারাতে পারলেই কেবল সুযোগ রয়েছে জার্মানদের সামনে নক আউটে যাওয়ার। তবে তাকিয়ে থাকতে হবে জাপান- স্পেন ম্যাচের ফলাফলের উপর। স্পেন হেরে গেলে বিপদে পরবে জার্মানি। বিদায় ঘটতে পারে কাতার বিশ্বকাপ থেকে। জিততে পারলে উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। অন্যথায় বিদায় নিতে হবে নয়্যার,মুলারদের।

নক আউট ভাগ্য নিশ্চিতের লক্ষ্যে শুরু থেকেই কোস্টারিকার রক্ষনভাগ দখলে নেয় জার্মানির আক্রমণ ভাগের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। সফলতা আসতেও দেরি হলো না। ম্যাচের দশ মিনিটের মাথায় ডেভিড রামের অসাধরণ পাসে কোস্টারিকার জালে বল পাঠায় দশ নম্বর জার্সি পরিহিত জেন্যাব্রি। দারুণ এক হেডে গোলটি করেন তিনি।

প্রথমার্ধ্বে একক আধিপত্য বিস্তার করে জামাল মুসিয়ালারা। ৪৫মিনিটে কেবল একটি সুযোগই পেয়েছিলো কোস্টারিকা। কোস্টারিকার সুযোগ প্রতিহত করেন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রথমার্ধ্বের শেষ মুহূর্তে এসে গোলের একটি দারুণ সুযোগ পেয়েছিলো কোস্টারিকা, কিন্তু জার্মান গোল কিপারের নিপুণ দক্ষতায় ব্যর্থ হয় সে সুযোগটিও। ফলে প্রথমার্ধ্বে গোল শূন্য থাকতে হয় কোস্টারিকাকে।

৪৫ মিনিট শেষে এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান শিবির।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭