ইনসাইড বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী মুক্ত দিবস আজ


প্রকাশ: 06/12/2022


Thumbnail

আজ ৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে শ্রীবরদী উপজেলার মিত্র বাহিনীর আক্রমণে টিকতে না পেরে পাক হানাদার বাহিনীরা পালিয়ে যেতে বাধ্য হয়। 

ধানুয়া কামালপুর মিত্র বাহিনীর আক্রমণে হেরে ৪ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীতে অবস্থান করেন। ১১ নম্বর সেক্টরের কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনীরা আক্রমণ শুরু করে। 

কামালপুর থেকে এসে পাক হানাদার বাহিনীরা শ্রীবরদী, ভায়ডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প তৈরি করেন। মিত্র বাহিনীরা তাদের ক্যাম্পে আক্রমণ শুরু করে তাদের ক্যাম্প বাধ্য করে। পাক হানাদার বাহিনীরা ৬ ডিসেম্বর ভোরে লংগরপাড়া হয়ে শেরপুরে এসে অবস্থান করেন। পরে তারা জামালপুরের দিকে চলে যান। 

শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নে আবুয়াপাড়াতে গাছের ডালে বীর প্রতীক জহরুল হক মুন্সি ও মুক্তিযুদ্ধো আব্দুর রেজ্জাক বিজয়ের নিশান তুলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭