ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনের দুই সপ্তাহ আগে মা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী


প্রকাশ: 01/05/2023


Thumbnail

থাইল্যান্ডে আর ১৩ দিন পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী পেতংতার্ন সিনাওয়াত্রা। নির্বাচনের দুই সপ্তাহ আগে ফুটফুটে এক সন্তানের মা হয়েছেন এই নারী।  

আল জাজিরার খবরে বলা হয়েছে, পেতংতার্ন সিনাওয়াত্রা একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। এক ইন্সটাগ্রাম বার্তায় নিজেই মা হওয়ার তথ্য জানিয়েছেন সিনাওয়াত্রা। নবজাতকের ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সকল সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে আমি গণমাধ্যমের সাথে দেখা করব। তার আগে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন।’ 

৩৬ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা এ নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন।  থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের ব্যাপক জনসমর্থন রয়েছে। আগামী ১৪ মে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রী প্রার্থী পেতংতার্ন সিনাওয়াত্রার ফুফু ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন প্রায়ুথ চান ওচা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭