ওয়ার্ল্ড ইনসাইড

সাজা কমিয়ে দেয়া হলো থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের


প্রকাশ: 01/09/2023


Thumbnail

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা স্বেচ্ছা নির্বাসনে ১৫ বছর বিদেশে থাকার পর গত ২২ আগস্ট দেশে ফিরেই গ্রেপ্তার হন। ৭৪ বছর বয়সী থাকসিনের আট বছরের সাজা কমিয়ে এক বছর করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে তিনি রাজকীয় ক্ষমার আবেদন করেন। খবর রয়টার্সের।

এই ধনকুবের দু’বার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি স্ব-নির্বাসনে যান। দীর্ঘ ১৫ বছর পর গত সপ্তাহে দেশে ফেরার সাথে সাথেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭