ইনসাইড পলিটিক্স

জামালপুরে আজাদ যুগের অবসান


প্রকাশ: 26/11/2023


Thumbnail

আবুল কালাম আজাদ আওয়ামী লীগের একজন দীর্ঘদিনের নেতা ছিলেন এবং জামালপুর থেকে তিনি নির্বাচিত হয়ে২০০৯ সালের মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার পরবর্তীতে অবশ্য তাকে তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু জামালপুরের বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে তার একটা আলাদা অবস্থান ছিল। কিন্তু এবারের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তার বদলে জামালপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদের এই মনোনয়নের মধ্য দিয়ে জামালপুরে আজাদ যুগের অবসান ঘটল এবং মির্জা আজম যুগের সূচনা ঘটল। এখানে অবশ্য প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদও মনোনয়ন পেয়েছেন। কিন্তু জামালপুর রাজনীতির মাঠে যে কোনো বিচারে মির্জা আজম এখন মুখ্য ভূমিকা পালন করবেন এবং এই অঞ্চলের রাজনীতির মূল নিয়ন্ত্রক হয়ে উঠবেন মির্জা আজম। অবশ্য আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং রাজনীতি থেকে এক ধরনের দূরত্ব রেখে চলছিলেন। এবার তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে জামালপুরের রাজনীতিতে নেতৃত্বের একটা বড় পরিবর্তন হল বলে অনেকে মনে করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭