ইনসাইড বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে স্বাভাবিক ফেরি ও লঞ্চ চলাচল


প্রকাশ: 28/05/2024


Thumbnail

দীর্ঘ ৩৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও ৪৮ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে সকাল ৯ টা থেকে ওই নৌরুটে ফেরি ও সকাল ১০ টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা নদী উত্তাল হতে শুরু করলে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৯ টা থেকে সব ধরনের লঞ্চ এবং রাত ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ সালাহউদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা নদী উত্তাল ছিল। যার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদী স্বাভাবিক হলে প্রায় ৩৬ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, ‘দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ মে সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭