ইনসাইড গ্রাউন্ড

ওয়েম্বলিতে শেষ হাসি হাসবে কারা?


প্রকাশ: 01/06/2024


Thumbnail

বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ মাঠে গড়াবে ২০২৩-২৪ মৌসুমের এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টোডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১ টাই মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ২৭ বছরের ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার অপেক্ষায় থাকা বরুশিয়া ডর্টমুন্ড।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপীয় কাপ। এটি ফুটবলে ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ইউরোপের শীর্ষ সব ক্লাব অংশগ্রহণ করে থাকে। ফুটবলের এই প্রতিযোগিতাটি ১৯৫৫ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবস’ কাপ নামে যাত্রা শুরু করে।

পরে ১৯৯২ সালে এর নাম পরিবর্তন করে ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ’ নামে নামাঙ্কিত করা হয়।শুরুর দিকে শুধুমাত্র ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়নদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হলেও পরবর্তীতে প্রতিযোগিতার বিন্যাসে পরিবর্তন আনা হয়। বর্তমানে এ প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন ছাড়াও ঐ এসোসিয়েশন থেকে পয়েন্ট টেবিল অনুযায়ী মোট চারটি দল অংশগ্রহণ করতে পারে।

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ বার শিরোপার মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও এসি মিলান ৭, লিভারপুল ও বায়ার্ন মিউনিখ ৬, বার্সোলোনা ৫, আয়াক্স ৪, ম্যান ইউনাইটেড ও ইন্টার মিলান ৩, চেলসি-নটিংহাম ফরেস্ট-বেনফিকা ও জুভেন্টাস ২ বার করে শিরোপার মুখ দেখেছে।

এবারের ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এই ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমিদের। সবার মনে একটি প্রশ্নই দানা বাধছে, রিয়াল মাদ্রিদ কি তবে ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলবে নাকি ডর্টমুন্ড ২৭ বছর পর তাদের ফ্যানদের জন্য ইদুনা পার্কে নিয়ে যাবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের এই শিরোপা।

আসুন দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলছে-

১.            শিরোপা:

এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ১৪ বারের মধ্যে আবার টানা ৫ টি শিরোপা জয়ের অনন্য রেকর্ডটিও করেছে তারা। যা অন্য কোন দলের পক্ষে ভাঙ্গা একপ্রকার অসম্ভব। এছাড়াও দলটি মাত্র ৩ বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছিল। তাও আবার ১৯৬১-৬২ মৌসুমে বেনফিকা, ১৯৬৩-৬৪ ইন্টার মিলান এবং ১৯৮০-৮১ সালে লিভারপুলের কাছে। এরপরে চ্যাম্পিয়ন্স লীগে ৮ টি ফাইনাল খেলেছে দলটি যার কোনটিতে হারেনি তারা। সে হিসেবেই অনেক ফুটবল ভক্তই বলে থাকে  `Champions League is made for Los Blancos.’

অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে মাত্র দুই বার। এর মধ্যে ১৯৯৬-৯৭ মৌসুমে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল দলটি। আর ২০১২-১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে কাছে হারে জার্মানির হলুদ পাখিরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের তেমন কোন সাফল্য নেই ডর্টমুন্ডের।

২.           হেড টু হেড:

এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ১৪ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এর মধ্যে ৬ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ আর ৩ ম্যাচ জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। এই ম্যাচ গুলোতে আবার গোলের সংখ্যার বিচারেও পিছিয়ে ডর্টমুন্ড। ১৪ ম্যাচে ১৯ গোল করেছে তারা। বিপরীতে রিয়াল গোল করেছে ২৪ টা। সবশেষ এ দুই দলের দেখাইও শেষ হাসি হেসেছিলো গ্যালাক্টিকোরাই। সেবার ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল তারা।

৩.           সাম্প্রতিক পারফর্মমেন্স:

সাম্প্রতিক পারফর্মমেন্স বিবেচনা করলেও এগিয়ে গ্যালাক্টিকোরাই। এবারের স্প্যানিশ লা লিগাই ২৯ জয় ও ৮ ড্রয়ের বিপরীতে তাদের রয়েছে এক হার। লিগ জিতেছেও তারা। এছাড়া এবারের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে দলটি। এ মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের কোন ম্যাচ হারেনি দলটি। তাছাড়া গতবারের চ্যাম্পিয়ন এবং এই আসরেও শিরোপার অন্যতম দাবিদার থাকা পেপ গার্দিওয়ালার ম্যান সিটিকে হারিয়েছে তারা। আর সেমিফাইনালে শেষ মুহূর্তে বায়ার্নকে হারানোর পরতো রিয়ালের আত্মবিশ্বাসকে করেছে দ্বিগুণ।

আরও পড়ুন: ইদুনা পার্কে রয়েসের রাজকীয় বিদায়

অন্যদিকে প্রতিপক্ষ ডর্টমুন্টের এবারের মৌসুম এতোটা ধারাবাহিক না। এই ম্যাচ দাপটের সাথে হারছে তো অন্য ম্যাচ তুলনামুলক দূর্বল দলের সাথেও হোচট খাচ্ছে। বুন্দেসলিগায় ৫ নম্বরে থেকে তারা এবারের মৌসুম শেষ করেছে। তবে, সম্প্রতি এডিন টেরজিচের নেতৃত্বে বেশ ছন্দে রয়েছে দলটি। সবশেষ তারা ম্যাচ হেরেছিলো গত এপ্রিলে আরবি লেইপজিগের কাছে। এরপর থেকে এখন পর্যন্ত আর কোন ম্যাচ হারেনি দলটি। তাছাড়া এবারের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে অপেক্ষাকৃত শক্তিশালী পিএসজিকে তাদের নিজেদেরই ঘরের মাঠে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছেছে তারা। আর এজন্য খানিকটা হলেও আত্মবিশ্বাস পাবে তারা।

এসব ছাড়াও বেলিং হাম, ভিনিসিয়াস জুনিয়ার, রদ্রিগোরা আছে দুর্দান্ত ফর্মের সাথে লুকা মদ্রিচ, টনি ক্রুসদের মতো অভিজ্ঞদের সামিলে গড়া রিয়াল ব্যাপক আত্মবিশ্বাসী। অন্যদিকে ডর্টমুন্ডের ঘরের ছেলে খ্যাত রয়েস খেলবেন ডর্টমুন্ডের হয়ে নিজের সবশেষ ম্যাচ। এছাড়াও মালেন, হলার, সেনচোরও আছে ফর্মে।

তবে, ফুটবলে পরিসংখ্যান যে কেবল কয়েকটি সংখ্যা তা অতীতে প্রমাণ হয়েছে বহুবার। এখানে মাঠের পারফর্মমেন্সই মুখ্য। তাই ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত এটি বলা বেশ কঠিন যে কারা জিতবে আর কারাই বা হারবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭