ইনসাইড ইকোনমি

বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ


প্রকাশ: 03/06/2024


Thumbnail

বাংলাদেশ অর্থনীতি সমিতি আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে, যা চলতি বছরের তুলনায় .৫৭ গুন বড়।

বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, আমাদের ঘোষিত বাজেট সম্প্রসারণশীল বাজেট। সুপারিশ সংখ্যা ৩৬১টি।এখানে ২৪টি মূল পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বৈষম্য অসমতা দারিদ্র নিরসন, সামাজিক সুরক্ষা নিরাপত্তা বেষ্টনী, মূল্যস্ফীতি, বিনিয়োগ সঞ্চয়, রেমিট্যান্স, পুঁজিবাজার, ব্যাংক, বৈদেশিক খাত, রিজার্ভ শক্তিশালীকরণ, সরকারি ঋণ, কৃষি ভূমি, ভূমি মামলা, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়, প্রতিবন্ধী মানুষ, প্রকৃতি সরকারি অর্থের সংস্থান প্রভৃতি।

সোমবার ( জুন) অর্থনীতি সমিতির অডিটরিয়ামেবাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫ : উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেটশীর্ষক সংবাদ সম্মেলন সমিতির সভাপতি . কাজী খলীকুজ্জমান আহমদ সাধারণ সম্পাদক অধ্যাপক . মো. আইনুল ইসলাম ওই প্রস্তাব উপস্থাপন করেন। সময় অর্থনীতি সমিতি সাবেক সভাপতি অধ্যাপক . আবুল বারকাত উপস্থিত ছিলেন। বাজেট প্রস্তাবনায় অর্থনীতিবিদরা কালো টাকা উদ্ধারের বিষয়ে আলোকপাত করেন।

কালো টাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সমিতির সাবেক সাধারণ সম্পাদক . জামাল উদ্দিন বলেন, উদ্ধারে রাজনৈতিক স্বদিচ্ছা দরকার। অর্থনীতিকে পরিচালিত করে রাজনীতি। সঠিক লাইনে ব্যবস্থা নিলে পদ্ধতি আছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম অন্যতম। এটা শতভাগ করতে পারলে কালো টাকার অবস্থান বের করা সম্ভব।

অধ্যাপক আবুল বারকাত বলেন, কালো টাকা বহু জায়গায় অবস্থান করছে। অর্থ মন্ত্রণালয় একটি গবেষণা করেছিল, যা প্রকাশ হয়নি। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে কালো টাকার পরিমাণ জিডিপির ৩৩ থেকে ৬৬ শতাংশ হতে পারে। অর্থনীতি সমিতির হিসাবে প্রতি বছরে গড়ে ৩৩ শতাংশের মতো কালো টাকার হিসাব দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭