ইনসাইড গ্রাউন্ড

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?


প্রকাশ: 13/06/2024


Thumbnail

গত বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবিশ্বাস্য ভাবে ৮৭ রানে লজ্জার হার উপহার পেয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে ওই হারে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল টিম টাইগার্স। এবার আবারও নেদারল্যান্ডসের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের। তবে এবার ৫০ ওভারের বিশ্বকাপ নয়, এবার ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ আটটায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে মুখোমুখি হবে দুই দল। তার আগে ঘুরে ফিরে আসছে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের হারের কথা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপেসেই হারের প্রতিশোধ নিতে পারবে তো টাইগাররা?

সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ টাইগারদের জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর যদি হেরে যায় টিম টাইগার্স তাহলে যেতে হবে নানা সমীকরণের মধ্য দিয়ে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হেরে যায় সাকিব-মাহমুদউল্লাহরা।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। পরের সাতটি বিশ্বকাপ আসরে যা আর করে দেখাতে পারেনি টাইগার বাহিনী। এবার ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। যেখানে নাম লেখাতে বাংলাদেশের সামনে দুটি বাধা নেদার‍ল্যান্ডস ও নেপাল। সব হিসেব নিকেশ ঠিক রেখে আইসিসির দুই সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপালকে হারালেই যে সুপার এইটের স্বপ্নপূরণ হবে লাল-সবুজ জার্সীধারীদের।

নেপাল ও নেদারল্যান্ডস এই দুই টিমের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা যে নেদারল্যান্ডস সেটা অনুমেয়। কারণ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের কাছেই যে হেরেছিল বাংলাদেশ

টিম টাইগারদের মতোই ২ ম্যাচে ২ পয়েন্ট নেদারল্যান্ডসের। সুপার এইটে ওঠার হিসাবটাও তাই দুই দলেরই এক রকম। এই দুই টিমের মধ্যে বাকি দুই ম্যাচে যে টিম জয় লাভ করবে স্বাভাবিক ভাবেই সেই টিমই উঠে যাবে সুপার এইটে। তবে চাপটা কোন দলের ওপর বেশি, তা মনে হয় না বলার দরকার আছে।

আবার চলমান বিশ্বকাপে ফর্ম বিবেচনায় ধারনা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখেই টাইগার বাহীনিকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের তুলনায় বেশ এগিয়ে বাংলাদেশ।

এর আগে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দুই বার হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭