ইনসাইড গ্রাউন্ড

রিশাদ-মুস্তাফিজদের প্রশংসায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা


প্রকাশ: 15/06/2024


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ যেন অনন্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে চলতি আসরে নিজেদের সর্বশেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আর এতে করে বর্তমানে তাদের স্বপ্ন প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার। আর সবমিলিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের বন্দনায় মেতেছে সাবেক কিংবদন্তীরা।

চলমান বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান ছিল বোলারদের। বিশেষ করে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন। শেষের দিকে তাদের মিতব্যয়ী বোলিংয়েই ডাচদের বিপক্ষে সহজ জয় পায় টাইগাররা।

‘হাম স্পোর্টস’–এর অনুষ্ঠান ‘দ্য ফ্লিক’–এ পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক বলেছেন, ‘মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন। বাংলাদেশের উইকেটের মতো উইকেট, ওর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারেনি। রিশাদও দুর্দান্ত বোলিং করেছে। সামনের ম্যাচ জিতে এরা যদি সুপার এইটে যায়, ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে, কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে।’

একই অনুষ্ঠানে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব মালিকও প্রশংসা করেছেন মুস্তাফিজের। তিনি বলেন, ‘তাদের বোলিং আক্রমণ দারুণ, বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে। যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে। বাংলাদেশের কাছে মোস্তাফিজ আছে, ওর স্লোয়ার বল যারা বেশি খেলেনি, তাদের জন্য বোঝাটা কঠিন। সেটাই দেখা গেছে ম্যাচে। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল। যে কারণে মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়েছে, ১ উইকেট নিয়েছে।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে শোয়েব বলেন, ‘নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ ব্যাটসম্যানের সবাই শুরু পেয়েছে। আজকের ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল।'

'ওদের বিক্রমজিত সাকিবের বলে দুটি ও রিশাদের বলে একটি ছক্কা মেরেছে। অধিনায়ক হিসেবে সে (নাজমুল) তখন তৎপর ছিল। সঙ্গে সঙ্গে সে মাহমুদউল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে। কারণ, বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটাই হয়েছে। মাহমুদউল্লাহ এসে উইকেট নিয়ে নেয়।’-আরো যোগ করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭