ইনসাইড গ্রাউন্ড

সুপার এইটে যেতে বাংলাদেশের সামনে নতুন সমীকরণ


প্রকাশ: 15/06/2024


Thumbnail

এবারের টি-২০ বিশ্বকাপে ‘হিমালয় কন্যা’ নেপাল যেন স্বপ্নের মতো সময় কাটাতে চেয়েছিল আজ। কিন্তু একটি রানের আক্ষেপে সেই স্বপ্ন ভেঙ্গেছে তাদের। জয়ের খুব কাছাকাছি গিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে রোহিত পোডেল-স্বন্দীপ লামিচানের।

নেপালের এই হারের মধ্য দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে বাদ পড়লো শ্রীলংকা ও নেপাল। আর দক্ষিণ আফ্রিকা আগে থেকেই সুপার এইটে উঠে গেছে।

তবে নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। পরে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেপাল জয় পেলে তাদের পয়েন্ট থাকবে ৩। যেখানে আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ।

এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে।

এক্ষেত্রে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ। নেপালের বিপক্ষে জয় পেলে ২ পয়েন্ট বা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও এক পয়েন্ট পেয়ে সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।

তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলংকাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসাব আসবে। এক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা।

তবে আপাতত বাংলাদেশের রানরেট বেশ ভালোই আছে। টাইগারদের রানরেট ০.৪৭৮, আর নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। তাই শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে ও বাংলাদেশকেও হারতে হবে বড় ব্যবধানে।

বাংলাদেশের সুপার এইটে যাওয়ার সমীকরণ আপাতত কঠিন মনে হচ্ছে না। তাই টাইগারদের সুপার এইটে জায়গা করে নেয়ার বেশ ভালোই সম্ভাবনা রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭