ইনসাইড গ্রাউন্ড

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ তিন পরাশক্তি, দেখুন সূচি


প্রকাশ: 17/06/2024


Thumbnail

টি-২০ বিশ্বকাপের নবম আসরের সুপার এইট নিশ্চিতকরণের ম্যাচে নেপালকে হারিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিয়েছে টিম টাইগার্স। লো স্কোরিং ম্যাচে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।

এদিন নেপালকে হারিয়ে নতুন কীর্তি গড়েছে বাংলাদেশ। এই প্রথম বিশ্বকাপের এক আসরে ৩ ম্যাচে জয়ে পেয়েছে টাইগাররা। এর আগে শ্রীলংকা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যা। তা না হলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সেরা আটে জায়গা পেত বাংলাদেশ। গ্রুপ-ডি থেকে টাইগারদের সঙ্গে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

গ্রুপপর্বের চার ম্যাচের সবগুলোতে জিতেছে প্রোটিয়ারা। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও সুপার এইটে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দুই আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

সুপার এইটের আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এক নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর দুই নম্বর গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।

একনজরে দেখে নিন সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সূচি-

তারিখ
প্রতিপক্ষ
সময়
ভেন্যু
২১ জুনঅস্ট্রেলিয়াসকাল সাড়ে ৬টাঅ্যান্টিগুয়া
২২ জুনভারতসকাল সাড়ে ৮টাঅ্যান্টিগুয়া
২৫ জুনআফগানিস্তানসকাল সাড়ে ৬টাসেন্ট ভিনসেন্ট




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭