ইনসাইড বাংলাদেশ

কথা রাখেননি ঢাকার দুই মেয়র, বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগ


প্রকাশ: 18/06/2024


Thumbnail

বর্জ্য অপসারণে ৬ ঘণ্টার আল্টিমেটাম বাস্তবায়নে ব্যর্থ হয়েছে উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় স্তূপ হয়ে আছে পশু কোরবানির বর্জ্য।  এদিকে দক্ষিণেও একই রকম পরিস্থিতি। বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য।  এতে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও নানা রোগ জীবাণু। 

আজ মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে অনেককে। পরপর দুই দিন কোরবানির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ময়লার স্তূপ। যদিও দুই সিটি কর্পোরেশন কথা দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই অপসারণ করা হবে সব ধরনের বর্জ্য।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ ঘণ্টার ঘোষণা যেন মুখ থুবড়ে পড়েছে মিরপুরসহ আরও কিছু এলাকায়। মূলরাস্তা পেরিয়ে অলিগলির মধ্যে ঢুকলেই চোখে পড়ছে কোরবানির বর্জ্যের স্তূপ। যেখান থেকে বের হতে শুরু করেছে দুর্গন্ধ। কোরবানির পর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য নিতে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে এখনও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় পড়ে আছে সোমবারের কোরবানির বর্জ্য। বিশেষ করে পুরান ঢাকার আরমানিটোলা, নাজিরা বাজার, দক্ষিণ কমলাপুর, খিলগাঁও, মেরাদিয়া, নন্দী পাড়ার অলিগলিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লার স্তূপ। নাগরিকরা বলছেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বর্জ্য ফেললেও এখনও তা অপসারণ করা হয়নি।

যদিও, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি ইতোমধ্যে প্রায় ৯৯ শতাংশ বর্জ্য অপসারণে সক্ষম হয়েছেন তারা। বাকিটুকুও আজকের মধ্যে অপসারণ করবেন তারা। নির্ধারিত সময়ের আগেই শতভাগ বর্জ্য অপসারণ করা হবে বলেও জানানো হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭