ওয়ার্ল্ড ইনসাইড

তীব্র দাবদাহে ভারতে ত্রাহি ত্রাহি দশা, তাপমাত্রা ৫০ ডিগ্রি


প্রকাশ: 18/06/2024


Thumbnail

তীব্র গরম ভারতে। দেশটির অধিকাংশ এলাকাতেই নিয়মিত বৃষ্টির দেখা মিলছে না। তাই গরম থেকে শীঘ্রই মুক্তি মেলার কোনো সম্ভাবনা নেই। ভারতের রাজধানী দিল্লিসহ পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আবারও তীব্র দাবদাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। 

দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করলেও অনুভূত তাপমাত্রা (ফিল্স লাইক) ৫০ ডিগ্রি। অর্থাৎ,খাতায়-কলমে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে হলেও ৫০ ডিগ্রি সেলসিাসের মতো গরম অনুভূত হচ্ছে সেখানে।

আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার ‘ফিল্স লাইক’ তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে।

স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, দিল্লিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে ৬টাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। এসিতে কাজ হচ্ছে না। ফ্রিজে রাখা জিনিসপত্রও ঠাণ্ডা হচ্ছে না সহজে।

এছাড়াও উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে উঠছে। বিহারে গত ২৪ ঘণ্টায় তীব্র তাপ ও আর্দ্রতার কারণে ২২ জনের মৃত্যু হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭