ইনসাইড গ্রাউন্ড

সল্ট ঝড়ে লন্ডভন্ড ক্যারিবীয়রা


প্রকাশ: 20/06/2024


Thumbnail

চলতি টি-২০ বিশ্বকাপের নবম আসরের সুপার এইটের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এতে আসরের সেমিফাইনালের সমীকরণে এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়াতে সুপার এইটের গ্রুপ- এর ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সল্ট-বেয়ারস্টো তান্ডবে ১৪ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেই ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া চ্যালেন্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে গ্রুপ পর্বে যদি-কিন্তুর হিসাবে থাকা ইংল্যান্ড। সল্প-বাটলারের ৬৭ রানের জুটিতে ভালো শুরু পায় আগের আসরের চ্যাম্পিয়নরা।

ইনিংসের অষ্টম ওভারে ২২ বলে ২৫ রান করে রস্টন চেজের শিকার হন বাটলার। এরপর মঈন আলীও থিতু না হয়ে ফেরেন সাঁজঘরে।

তবে জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করেন সল্ট। ৭ চার এবং ৫ ছয়ে ৪৭ বল থেকে ৮৭ রান সংগ্রহ করে এই ব্যাটার। জনি বেয়ারস্টো খেলেন ২৬ বলে ৪৮ রানের এক ঝড়ো ইনিংস। এতে ১৫ বল হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

উইন্ডিজের হয়ে একটি করে উইকেট শিকার করে রস্টন চেজ আন্দ্রে রাসেল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে যায় উইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন কিং এবং জনসন চার্লসের তান্ডবে ভালো শুরু পায় তারা।

ইনিংসের পঞ্চম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে উইকেট ছাড়েন কিং। এরপর নিকোলাস পুরানকে সঙ্গে  নিয়ে ৫৪ রানের জুটি গড়েন চার্লস। ইনিংসের ১২তম ওভারে জুটি ভাঙেন মঈন আলী। তার ঘূর্ণিতে কাটা পড়েন চার্লস (৩৮)

পরে ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল। আউট হওয়ার আগে ১৭ বলে ৩৬ রান করেন উইন্ডিজ দলপতি। এরপর থিতু হতে পারেননি আন্দ্রে রাসেলও। আদিল রশিদের ঘূর্ণিতে ফিল সল্টের তালুবন্দী হয়েছেন এই ব্যাটার।

ইনিংসের শেষ দিকে রাদারফোর্ডের অপরাজিত ২৮ রানে ভর করে ১৮০ রানে থামে উইন্ডিজদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার আদিল রশিদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭