ইনসাইড বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে শ্রমিকদের মৃত্যু, প্রতিমন্ত্রী বললেন ‘হায়াত মউত আল্লাহর হাতে’


প্রকাশ: 20/06/2024


Thumbnail

মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত নির্যাতিত হয়ে শ্রমিকদের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেছেন, হায়াত-মউত আল্লাহর হাতে।

বৃহস্পতিবার (২০ জুন) মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন জাপানগামী কর্মীর হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার পর এ কথা বলেন তিনি।

এসময় মধ্যপ্রাচ্যে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের হায়াত-মউত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে বর্তমান সরকার অনেক আন্তরিক। আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এছাড়া অ্যাম্বাসিও কাজ করে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, ‘মাত্র ৫ হাজার ১৫০ টাকা খরচে সরকারিভাবে জাপান যাচ্ছেন দক্ষ কর্মীরা। আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন। চলতি বছর এ পর্যন্ত জাপানি ভাষায় পারদর্শী ৪৬ জন কর্মী জাপান গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২০৮ জন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অবৈধ পথে বিদেশগামীদের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। এবং ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭