ইনসাইড গ্রাউন্ড

ভালো শুরুর পরও অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী টাইগাররা, কারণ কী?


প্রকাশ: 21/06/2024


Thumbnail

আইসিসি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। যার মধ্যে প্রায় সবকটি জয়েই বড় অবদান ছিল বোলারদের। তবে এবার সুপার এইটে এসে ব্যর্থ হয়েছেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। আর তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ২৮ রানের জয় পেয়েছে অজিরা।

তবে এদিন ম্যাচের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হয়েছিল বড় স্কোর করতে পারে বাংলাদেশ। যদিও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তারপরেও পরবর্তীতে দলের হয়ে হাল ধরেন লিটন দাস এবং নাজমুল হাসান শান্ত। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন, শান্ত ফিরে যান ৪১ রান করে। শেষ দিকে তাওহীদ হৃদয়ের ৩৭ রানে ২০ ওভার শেষে বাংলাদেশ ১৪০ রান সংগ্রহ করে। মূলত অজি বোলারদের সামনে সুবিধাই করতে পারেনি টাইগার ব্যাটাররা। আর মূলত এ কারণেই কি বাংলাদেশের আজ এই পরিণতি? এমন প্রশ্ন এখন পল্লবিত হচ্ছে ক্রিকেটাঙ্গনে।

আজ ম্যাচ চলাকালে বোঝা যাচ্ছিল আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। মাঠের পরিসংখ্যানও বড় রান হওয়ারই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এমন কন্পিশনেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। এ নিয়ে শান্ত বলেন, ‘কন্ডিশনে অনেক বেশি ভিন্নতা রয়েছে। সর্বশেষ ম্যাচে স্পিন ও সিম দুটোই ভালো ধরছিল। আজকের উইকেট একদম ফ্ল্যাট, ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। আমরা ভালো ব্যাট করিনি, এটাই মূল পার্থক্য গড়ে দিয়েছে। অন্তত ১৬০-১৭০ রান করা দরকার ছিল।’

তবে শুরুতে উইকেট স্লো থাকলেও, মাঠ ভেজা থাকায় অস্ট্রেলিয়ায় সুবিধা পেয়েছে বলেন মনে করেন টাইগার অধিনায়ক, ‘আমরা যখন ব্যাটিং করেছি, ১৬০-১৭০ হবে মনে হয়েছে, অন্তত ১৬০ রান হলে ভালো হতো। উইকেট শুরুতে স্লো ছিল। পরে যদিও ওদের ব্যাটিংয়ে মনে হয়েছে সহজ ছিল। বল ভিজে যাওয়ার কারণে ব্যাটে ভালো আসছিল। আমাদের পেস বলের বিরুদ্ধে অনায়াসে খেলেছে।’

এমন অবস্থায়ও অবশ্য অজুহাত দিতে চান না শান্ত। ক্রিকেটারদের যে সব ধরনের উইকেটে মানিয়ে খেলতে হয়, সেটাই আবার মনে করিয়ে দিলেন তিনি, ‘খেলোয়াড় হিসেবে আমাদের সব ধরনের উইকেটে মানিয়ে নিতে হবে। আজকের উইকেট তো ভালোই ছিল। আমরা নতুন বলে, বিশেষ করে পাওয়ারপ্লে-টা কাজে লাগাতে পারিনি। ভালো ফিনিশিং পাইনি শেষ ৫-৬ ওভারেও। তখন অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। শেষটা ভালো হলে হয়তো ১৬০-১৭০ রানের মতো হতে পারত।’

ম্যাচটিতে রিশাদকে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। তবে এই পরিকল্পনা কাজে আসেনি মাত্র ২ রানেই আউট হওয়ায়। এ নিয়ে শান্ত বলেন, ‘আজ রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সবমিলে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য আজকের রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

ছোট পুঁজি নিয়ে অজিদের শক্ত ব্যাটিং লাইনআপ সামলানো অসম্ভবের পর্যায়ে। তবে আগের ম্যাচগুলোর তুলনায় বলের লাইন লেংথ ঠিক ছিল না তাসকিন-মুস্তাফিজদের। বোলাররা সামনে ভালো করবে বলে আশা টাইগার অধিনায়কের, ‘আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭