কালার ইনসাইড

গতি বাড়ছে 'তুফান' এর, আঘাত হানছে পশ্চিমবঙ্গেও


প্রকাশ: 22/06/2024


Thumbnail

যত সময় গড়াচ্ছে ততই যেন গতিবেগ বাড়ছে 'তুফান' এর! অথচ এটি কোনো প্রাকৃতিক তুফান নয়, এটি একটি ম্যানমেইড ঝড়। এর পেছনে আছেন সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও মেগাস্টার শাকিব খান। ফলে ঈদের দিন থেকে দেশের প্রেক্ষাগৃহে ক্রমশ 'তুফান' এর তাণ্ডব বেড়েই চলেছে।

খবর পাওয়া যাচ্ছে, এবার সেই 'তুফান' আঘাত হানতে যাচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। নির্মাতা রায়হান রাফী নিশ্চিত করেছেন, ২৮ জুন ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। সেখানে দর্শকের প্রচণ্ড আগ্রহ রয়েছে ছবিটি দেখার জন্য। তাছাড়া ছবিটির অন্যতম অংশীদার ও পরিবেশক ভারতের এসভিএফ। বাংলাদেশের সাফল্য থেকে সংশ্লিষ্টরা আশা করছেন, পশ্চিমবঙ্গেও ছবিটি ব্লকবাস্টার হিট হবে এবং বাংলা সিনেমার বাণিজ্যে নতুন ইতিহাস গড়বে।

ঈদের দিন থেকে দেশব্যাপী ১২৯টি প্রেক্ষাগৃহে চলছে 'তুফান'। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সবখানেই ছবিটির টিকিট পেতে হিমশিম খাচ্ছেন দর্শক। ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন টলিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭