ইনসাইড গ্রাউন্ড

টি-২০ বিশ্বকাপ: যদি-কিন্তুর সমীকরণে টাইগারদের সেমি ভাগ্য


প্রকাশ: 23/06/2024


Thumbnail

টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে অস্ট্রেলিয়া ও ভারতের সাথে টানা ‍দুই ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন একপ্রকার ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে ফের স্বপ্ন দেখছেন টাইগার সমর্থকরা। যদি-কিন্তুর হিসাবে এখনো আছে টাইগারদের সেমিতে খেলার সুযোগ।

সুপার এইটের নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ২৫ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে আফগান বড় ব্যবধানে হারাতে পারলে সেমিতে খেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের জন্য। অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের দিকেও।

রোববার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টে ইতিহাস গড়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান এর এ জয়ে সুপার এইটের গ্রুপ-১ এর সেমি সমীকরণ ওলট-পালট হয়ে গেছে। আফগানদের এই জয়ে গ্রুপ-১ থেকে সেমিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৪ দলেরই।

তবে, এ দৌড়ে এগিয়ে আছে ভারত। ২ ম্যাচে জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রোহিত-বিরাটরা। নেট রান রেট .৪২৫।

অন্যদিকে ম্যাচে পয়েন্ট .২২৩ নেট রান রেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে আফগানিস্তান। তাদের নেট রান রেট -.৬৫০। অন্যদিকে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের নেট রান রেট -.৪৮৯।

যদি-কিন্তুর সমীকরণ:

সুপার এইটের গ্রুপ-১ এর শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া। এতে সেমির টিকেট কাটতে হলে বাংলাদেশকে অবশ্যেই আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। সেই সাথে প্রার্থনা করতে হবে যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত বড় ব্যবধানে জিততে পারে। তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। তবে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে কোন সম্ভাবনাই থাকবে না বাংলাদেশের।

অন্যদিকে তুলনামূলকভাবে সেমিফাইনালের হিসেবে তুলনামূলক অনেকটা সহজ সমীকরণে আফগানরা। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলার সুযোগ পাবে তারা। এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি রানে জিতেও সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে ৩৬ রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ চারে খেলতে পারবে আফগানরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭