কালার ইনসাইড

যে কারণে বক্স অফিসে বাজিমাত 'তুফান' এর


প্রকাশ: 24/06/2024


Thumbnail

"তুফান" সিনেমার মুক্তির আগে থেকেই বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, যা একেবারে সত্য প্রমাণিত হয়েছে। ১৭ জুন ঈদুল আজহার দিন মুক্তির পর থেকেই রায়হান রাফী পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই সিনেমাটি দর্শকদের মাঝে বিশাল সাড়া ফেলেছে। মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট মিলছে না, এমনকি রাজধানীর একক হলে টিকিট না পেয়ে কালোবাজারি এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দুই দশক পর মধ্যরাতে শো চালানোর খবরও পাওয়া গেছে।

কেন "তুফান" নিয়ে এত মাতামাতি?  

শাকিব খানের তারকাখ্যাতি: শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা। তার সিনেমা মানেই ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। পর্দায় শাকিব খানের উপস্থিতি দর্শকদের মাঝে উল্লাস ছড়িয়ে দেয়, যা "তুফান"-এর ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে।

রায়হান রাফীর নির্মাণশৈলী: রায়হান রাফীর নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করেছে। "তুফান"-এ তার সিগনেচার ওয়ান টেক শট এবং অন্যান্য নির্মাণশৈলী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পরিচালকের নামেই সিনেমা হিট হওয়ার ধারণা তিনি আগেই দিয়েছেন, এবার তার সাথে বড় তারকারা যুক্ত হওয়ায় সিনেমাটির সাফল্য ছিল অনুমেয়।

টিজার, গান, এবং ট্রেলারের প্রভাব: "তুফান"-এর টিজার, গান এবং ট্রেলার সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। "লাগে উরাধুরা" এবং "তুফান এল রে" গান দুটি এবং ট্রেলারের প্রতিটি কনটেন্ট ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দেশীয় দর্শকদের পাশাপাশি ভারতীয় দর্শক ও ইউটিউবাররাও প্রশংসা করেছেন।

শাকিব খানের অভিনয়ে নতুনত্ব: "তুফান"-এ শাকিব খানের অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। বিভিন্ন চরিত্রে তার বৈচিত্র্যময় পারফরম্যান্স এবং শারীরিক ভাষা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অ্যাকশন এবং লুক: "তুফান"-এ শাকিব খানকে এক ভিন্ন লুকে দেখা গেছে, যা তার লুক এবং অ্যাকশনের বৈচিত্র্য উল্লেখযোগ্য ছিল এবং এটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

দুই ধরণের দর্শকের আকর্ষণ: "তুফান" শাকিব খান এবং চঞ্চল চৌধুরী উভয়ের ভক্তদের আকর্ষণ করেছে। শাকিব খানের কমার্শিয়াল সিনেমার ভক্তরা যেমন সিনেমাটি দেখতে গেছেন, তেমনি চঞ্চল চৌধুরীর ভিন্নধর্মী কাজ দেখতেও অনেকে হলে গেছেন।

কারিগরি দিকের উৎকর্ষতা: সিনেমার কস্টিউম, সেট এবং নব্বইয়ের দশকের প্রেক্ষাপট তুলে ধরার কাজটি সফলভাবে করা হয়েছে। তাহসিন রহমানের সিনেমাটোগ্রাফি এবং অন্যান্য কারিগরি দিকগুলোও প্রশংসিত হয়েছে।

মূলত এসব কারণেই "তুফান" মুক্তির পর থেকে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বক্স অফিসে এখন পর্যন্ত সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭