ইনসাইড গ্রাউন্ড

দ্রুততম ফিফটি রোহিতের


প্রকাশ: 24/06/2024


Thumbnail

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম ফিফটি করেছেন রোহিত শর্মা। আজ সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত ১৯ বলে ফিফটি পূরণ করেন।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে দুই উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে ভারত। রোহিত ৭৬ রানে ব্যাট করছেন।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে আজও ব্যর্থ বিরাট কোহলি। তিনি শূন্য রানে আউট হন। তবে অন্যপ্রান্তে রোহিত শর্মা আজ আছেন চেনা ছন্দে।

মাত্র ১৯ বলে অর্ধশতকে পৌঁছান রোহিত। যা বিশ্বকাপের চলতি আসরে দ্রুততম ফিফটি। তিনি পেছনে ফেলেছেন কুইন্টন ডি কককে। যিনি ২২ বলে ফিফটি করেছেন। রোহিত ঝড়ে বর সংগ্রহের পথে আছে টিম ইন্ডিয়া।

সেমিফাইনাল নিশ্চিত করার ক্ষেত্রে দু’দলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই ম্যাচের ওপর নির্ভর করছে আসরে বাংলাদেশের টিকে থাকা। তাই টাইগাররাও তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭