কালার ইনসাইড

১৪ দেশে মুক্তি পেলো 'তুফান'


প্রকাশ: 29/06/2024


Thumbnail

প্রথম দিন থেকেই দেশজুড়ে আলোড়ন তুলেছে শাকিব খানের ঈদের ছবি 'তুফান'। ছবিটি বাংলা চলচ্চিত্রের মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আগেই অনুমান করা হয়েছিল এবং ধীরে ধীরে তা সত্যি হচ্ছে। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই সিনেমা। মুক্তির ১০ দিন পরও রায়হান রাফী পরিচালিত 'তুফান' এর প্রদর্শনী ক্রমাগত বাড়ছে।

পরিচালক রায়হান রাফীর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে 'তুফান' ২০ কোটি টাকার ব্যবসা করেছে এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

দেশের বাইরে 'তুফান' নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের সফলতার পর এবার আন্তর্জাতিকভাবে রেকর্ড গড়ার লক্ষ্যে রয়েছে ছবিটি। অস্ট্রেলিয়ায় মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও আরও ১৩টি দেশের দর্শকেরা 'তুফান' দেখতে অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে রায়হান রাফী জানান, ২৮ জুন থেকে চার মহাদেশের ১৪টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে 'তুফান', যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের ১০০টিরও বেশি থিয়েটারে প্রদর্শিত হবে ছবিটি।

'তুফান' সিনেমাটি একজন গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত, যা নব্বই দশকের পটভূমিতে তৈরি। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়ে এগিয়েছে 'তুফান' এর কাহিনি।

রায়হান রাফি পরিচালিত 'তুফান' সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এছাড়া নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

'তুফান' ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭