ইনসাইড বাংলাদেশ

সুনামগঞ্জে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫


প্রকাশ: 29/06/2024


Thumbnail

নৌ পথে কয়লা চুনাপাথর পরিবাহী নৌযান আটকে চাঁদা আদায়কালে পাঁচ পেশাদার চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে কামরুল, একই গ্রামের মৃত জাহেদ আলীল ছেলে কোহিনুর মিয়া, মৃত ফজলুল হকের ছেলে ইমরান, মৃত হাবিবুর রহমানের ছেলে সফর আলী, মৃত হাবিজ উদ্দিনের ছেলে ফজলুল হক।

শুক্রবার (২৮ জুন) রাতে চাঁদাবাজির টাকা, একটি ইঞ্চিন চালিত ট্রলার সহ গ্রেফতারকৃতদের তাহিরপুর থানায় সোপর্দ নৌ পুলিশ। এর আগে দুপুরে উপজেলার পাটলাই নদীর নৌ পথে অভিযান চালিয়ে নৌ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ জেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মোঃ আতাউর রহমান তথ্য নিশ্চিত করে জানান, ‘জেলার টুকের বাজার, লালপুর, সানবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা শুক্রবার দুপুরে তাহিরপুরের সোলেমানপুর বাজার হইতে ৫০০গজ পশ্চিমে পাটলাই নদীতে বিভিন্ন বাল্কহেড হতে অবৈধভাবে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে ওই  চাঁদাবাজকে গ্রেপ্তার করে।


ভুক্তভোগী একাধিক নৌযান শ্রমিক জানান, ‘বিগত সংসদ নির্বাচনের পর থেকেই এক জনপ্রতিনিধির ভাতিজা ওই জনপ্রতিনিধির ঘনিষ্টজন খ্যাত অপর এক মাদকসেবীর নামে কয়লা চুনাপাথর নৌযান আটকে নৌপথে চাঁদাবাজি করে আসছিলো।’

তবে, মামলা-হামলার ভয়ে চাঁদাবাজ চক্রের ওই দুই হোতার নাম প্রকাশে নারাজ ভুক্তভোগীরা

তাহিরপুর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করছেন, যেটি প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মামলার পর আসামীদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ড আবেদন করবে, এরপর জানা যাবে কে বা কারা ওই চাঁদাবাজ চক্রকে মদদ দিয়ে আসছিলো চক্রের মূল হোতা কে বা কারা?’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭