ইনসাইড বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা


প্রকাশ: 29/06/2024


Thumbnail

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নিহত ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে দলের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন। 

উল্লেখ্য, গত ২২ জুন উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষের পর ২৬ জুন হাসপাতালে বাবুল মারা যান।

জানা গেছে, সিটি মেয়র খায়রুজ্জামান এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের পাল্টাপাল্টি অবস্থানে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, গত ২২ জুন আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এবং পৌরসভার মেয়র আক্কাস আলীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হন। পরে এ ঘটনায় বাঘা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদী হয় ৪৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে এই মামলায় বেশকয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক বলে জানা যায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭