ইনসাইড গ্রাউন্ড

ভারতের বিপক্ষে বিপাকে দক্ষিণ আফ্রিকা


প্রকাশ: 29/06/2024


Thumbnail

আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসরে ফাইনালে নির্দিষ্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে শুরুতেই আঘাত হানে বুমরাহ অর্শদিপ।

এর আগে বার্বাডোজের কেনসিংটন ওভালে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত। জবাবে রিপোর্ট যখন লেখা হচ্ছে তখন পর্যন্ত ৬ ওভারে ৪ রান করেছে প্রথম বারের মতো কোন বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামা দক্ষিণ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছেন রেজা হেনড্রিকস। তিনি এইডেন মার্করাম দুজনই রান করে আউট হয়েছেন। কুইন্টন ডি কক ত্রিস্টান স্টাবস এখন দলের হাল ধরার চেষ্টা করছেন।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রোহিত, পান্ট  সূর্যকুমার যাদব কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

অবস্থায় দলের হাল ধরেন কোহলি আক্সার প্যাটেল। দুজনে গড়েন ৭২ রানের জুটি। ফিফটির পথে থাকা আক্সার ডি ককের অবিশ্বাস্য থ্রোতে ৪৭ করে রান আউট হন। আক্সার না পারলেও ঠিকই অর্ধশতক পূরণ করেন কোহলি।

৫৯ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন কোহলি। অন্যপ্রান্তে ২৭ রানের ক্যামিও খেলেন দুবে। প্রোটিয়াদের হয়ে মহারাজ নরকিয়া দুটি এবং রাবাদা জানসেন একটি করে উইকেট নেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭