ইনসাইড গ্রাউন্ড

সেঞ্চুরিহীন এক বিশ্বকাপ দেখলো পৃথিবী!


প্রকাশ: 30/06/2024


Thumbnail

পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ২০ দল নিয়ে অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি মহাযজ্ঞের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। পহেলা জুন শুরু হয়েছিল এই আয়োজন। ২৯ দিন ও ৫৫ ম্যাচের এই মেগা ইভেন্টের শেষ হাসি হাসলো ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে টিম ইন্ডিয়া। এর আগে ২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল।  

অনেক দলগত ও ব্যক্তিগত রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিল এবারের আসর। তবে ছিল না কোনো শতক। ২০০৯ সালের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এটি, সেখানে কোনো ব্যাটারের ব্যাট থেকে আসেনি শতরানের ইনিংস।

এবারের আসরে নব্বইয়ের ঘরে নিজের ব্যক্তিগত ইনিংসকে নিয়ে যেতে পেরেছেন তিনজন ব্যাটার। নিকোলাস পুরান ৯৮, অ্যারোন জোন্স ৯৪* ও রোহিত শর্মা ৯২।

উল্লেখ্য, ২০০৭ সালের পর দ্বিতীয়বার এবং তৃতীয় দেশ হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো রোহিত শর্মার দল। জোহানেসবার্গের পর বার্বাডোসে সুখস্মৃতি সঙ্গী হলো ভারতের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭