ইনসাইড গ্রাউন্ড

এক নজরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড


প্রকাশ: 30/06/2024


Thumbnail

পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ২৯ দিন ও ৫৫ ম্যাচের এই মেগা ইভেন্টের শেষ হাসি হাসলো ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বার এবং তৃতীয় দেশ হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো রোহিত শর্মার দল।

টুর্নামেন্টের নবম আসর শেষে আসুন এক নজরে দেখে নেই এই আসরের রোল অব অনার ও ব্যক্তিগত রেকর্ডসমূহ:

রোল অব অনার

চ্যাম্পিয়ন: ভারত

রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি

ম্যান অব দ্যা টুর্নামেন্ট: জাতপ্রিত বুমরাহ

রান ও ব্যাটিং রেকর্ড

সর্বোচ্চ রান: রহমানুল্লাহ গুরবাজ (২৮১)

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: নিকোলাস পুরান (৯৮)

সর্বোচ্চ অর্ধশতক: রোহিত শর্মা (৩)

সর্বোচ্চ ছয়: নিকোলাস পুরান (১৭)

এক ইনিংসে সর্বোচ্চ ছয়: অ্যারোন জোন্স (১০)

সর্বোচ্চ শূন্য রানে আউট: রজার মুকাসা (৩)

বোলিং ও ফিল্ডিং রেকর্ড

সর্বোচ্চ উইকেট: ফজলহক ফারুকি ও আর্শ্বদ্বীপ সিং (১৭)

সেরা বোলিং ফিগার: ফজলহক ফারুকি ৯/৫

সেরা ইকোনমি: টিম সাউদি ৩.০০

সর্বোচ্চ ক্যাচ: এইডেন মার্করাম (৮)

এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ: এইডেন মার্করাম ৪

সর্বোচ্চ ডিসমিসাল: ঋষভ পন্ত (১৪)

দলীয় রেকর্ড

সর্বোচ্চ দলগত ইনিংস: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (বনাম আফগানিস্তান)

দুই ইনিংস মিলে এক ম্যাচে সর্বোচ্চ রান: ৩৯১ (যুক্তরাষ্ট্র ও কানাডা)

সর্বোচ্চ রানে জয়: ১৩৪ রানে ওয়েস্ট ইন্ডিজ (উগান্ডার বিপক্ষে)

সর্বোচ্চ রানের জুটি: গুরবাজ-জাদ্রান ১৫৪



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭