ক্লাব ইনসাইড

জাবির বাজেটের ৭৫ শতাংশই বেতন-ভাতা ও পেনশনে বরাদ্দ


প্রকাশ: 30/06/2024


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-পেনশন বাবদ খরচ ধরা হয়েছে ২২১ কোটি ৭৭ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। 

 

শনিবার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে ৪১তম সিনেট অধিবেশনে এই বাজেটের চূড়ান্ত অনুমোদন করা হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার। 

 

এবার বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ৩৫৬ কোটি ৯৭ লাখ টাকা। কিন্তু ইউজিসি বরাদ্দ করেছে ৩১৮ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে বেতন, ভাতা ও পেনশন বাবদ ২২১ কোটি ৭৭ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৭৫ দশমিক ৩৯ শতাংশ; গবেষণা বাবদ ৭কোটি ২২ লাখ টাকা, যা মোট ব্যয়ের ২ দশমিক ৪৫ শতাংশ। পণ্য ও সেবা খাতে ৭৪ কোটি ২৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে যা বাজেটের ২৫.২৪ শতাংশ। প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাজেট ধরা হয়েছে ৪৩ লাখ টাকা, যা মোট বাজেটের ০ দশমিক ১৫ শতাংশ। 

 

এদিকে এবারের বাজেটে বরাবরের মতোই শিক্ষার্থী-সংশ্লিষ্ট খাতগুলো অবহেলিত বলে মনে করছে বিশেষজ্ঞরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭