ওয়ার্ল্ড ইনসাইড

ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর


প্রকাশ: 01/07/2024


Thumbnail

ইকুয়েডরের রাজধানী কিতোতে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও ভূমিকম্পটি গভীরতা ছিল ৫.৬ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল কিতো থেকে ৮.৪৯ কিলোমিটার দূরে, জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। খবর আল আরাবিয়া।

সোমবার (১ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে চলে আসেন। ইকুয়েডর জরুরি সেবা বিভাগ ভূমিকম্পের ভিডিও প্রকাশ করেছে। কিতোর মেয়র পাবেল মনোজ জানান, ভূমিকম্পের ফলে কিতোর কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে এয়ারপোর্ট, মেট্রো, ল্যান্ডফল এবং পানি উৎপাদন প্ল্যান্টে কোনো ক্ষতি হয়নি। 

রাজধানীর বাসিন্দারা জানান, ভূমিকম্পের ফলে শক্তিশালী কম্পন অনুভূত হয় এবং কয়েকটি এলাকার দেয়ালে ফাটল দেখা যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে ইকুয়েডরে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্পে ১৫ জন নিহত হয়েছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭