ইনসাইড ওয়েদার

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত, জনদুর্ভোগ চরমে


প্রকাশ: 02/07/2024


Thumbnail

রাজধানীসহ সারাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার ( জুলাই) ভোর থেকেই আকাশ ছিল মেঘলা, এরপর সকাল সাড়ে ৭ টার দিকে নামে মুষলধারে বৃষ্টি। এরপর  থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। এ বৃষ্টির কারণে অফিসগামী মানুষজন পড়ছেন বিপাকে। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের অনেকেই বৃষ্টির কারণে  যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছেন না। ফলে অতি বৃষ্টি স্বাভাবিক জনজীবনে বাড়তি ভোগান্তি যুক্ত করেছে। এদিকে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।  ফলে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অব্যাহত বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে ত্রেনকোণা, সুনামগঞ্জ সিলেটে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া ফেনীর ফুলগাজী পরশুরামে নদীর পানি বেড়ে  উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যার কারণে এ দুই উপজেলায় আজকের অনুষ্ঠিতব্য  এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন।

বৃষ্টি আরও তিন দিন থাকতে পারে, এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছেন অনেকে।

এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহাড়ের নিচে বসবাসকারীরা। খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়া বৃষ্টির পানিতে পাহাড়ি  এলাকার অনেক সড়ক তলিয়ে গেছে। কারণে  আটকে পড়েছেন কয়েকশ পর্যটক।

বৃষ্টির ভোগান্তিতে পড়েছে বরিশালবাসী। রাস্তাঘাটে পানি জমে থাকায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। গত চব্বিশ ঘণ্টায় বরিশালে বৃষ্টি হয়েছে ২৬ দশমিক মিলিমিটার।

পটুয়াখালীর কলাপাড়ায় গত চারদিন ধরে থেমে থেমে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক। কেউ কেউ বৃষ্টি উপেক্ষা করে বের হলেও বাজার করার খরচ তোলার মত আয় করতে পারছেন না।

সিলেটে অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেটে সুরমা নদীর পানি কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। তবে কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেচলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া মাসে একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে একটি থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার ( জুলাই) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭