ইনসাইড এডুকেশন

বাংলা ব্যান্ডদলগুলোর নামে এইচএসসি প্রশ্নপত্রের সেট


প্রকাশ: 02/07/2024


Thumbnail

গত রবিবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০২৪ সালের এই পরীক্ষার সূচনা হয় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে। এবার নেটদুনিয়ায় লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চলছে তুমুল আলোচনা। কারণ, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রগুলো সাজানো হয়েছে বাংলা ব্যান্ডের নামে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। 

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, এইচএসসি’র ঢাকা বোর্ডের প্রশ্ন কোড ছিল "ক্যাকটাস", রাজশাহী বোর্ডে "লালন", চট্টগ্রাম বোর্ডে "মাইলস", ময়মনসিংহ বোর্ডে "পরশপাথর", কুমিল্লা বোর্ডে "পেন্টাগন", বরিশাল বোর্ডে "অবসকিউর", যশোর বোর্ডে "প্রমিথিউস" এবং দিনাজপুর বোর্ডের প্রশ্নে "মেঘদল" ব্যান্ডের নাম ব্যবহার করা হয়েছে।

বিভিন্ন বোর্ডের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে "ওয়ারফেজ", "অ্যাশেজ", "আভাস", "চিরকুট" ও "ফিডব্যাক" ব্যান্ডের নামও দেখা গেছে। এই বিষয়টি নজরে এসেছে সংশ্লিষ্ট ব্যান্ডগুলোর সদস্যদেরও, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রশ্নপত্র শেয়ার করেছেন। 

মেঘদল ব্যান্ডের দলনেতা ও ভোকাল শিবু কুমার শীল প্রশ্নপত্রগুলো শেয়ার করে লিখেছেন, ‘২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন কোডে “মেঘদল”! বেশ মজা পেলাম ব্যাপারটায়। আরো অনেক ব্যান্ডের নাম ব্যবহৃত হয়েছে প্রশ্নকোডে।’

অ্যাশেজ ব্যান্ডের দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান লিখেছেন, ‘২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন কোড সাজানো হয়েছে বাংলা ব্যান্ড এর নামকরন দিয়ে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে “অ্যাশেজ”, "মাইলস", "ওয়ারফেজ", "চিরকুট", "লালন", "আভাস", "অবসকিউর" ব্যান্ড এর নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ড এর জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।’

বাংলাদেশের রক মিউজিক গবেষক গৌতম কে শুভও এমন ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যেই দেশে আগে সরাসরি ব্যান্ডসংগীতকে অপসংস্কৃতি বলা হতো, এখন সেই দেশের এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রের কোডনাম বাংলা ব্যান্ডের নামে!’ 

তিনি আরও বলেন, ‘সবচেয়ে অবাক হয়েছি পশ্চিমবঙ্গের পরশপাথর, দোহার, ক্যাকটাস, নিওন এর নাম দেখে! যিনি এই নামকরণ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি কলকাতার “পরশপাথর” ব্যান্ডও শুনেছেন। এক সময়ের কলকাতায় মোটামুটি জনপ্রিয় এই ব্যান্ডের গান শুনেছেন এমন লোক তো বাংলাদেশে খুবই কম। আমাদের এই প্রজন্ম তো এই ব্যান্ডটার নামই জানে না, এমনকি পশ্চিমবঙ্গের এই প্রজন্মও। সবচেয়ে ভয়ংকর চমৎকার ব্যাপার “নিওন” নামে একটি কলকাতার ব্যান্ডের নামও লিখেছে এরা। এই ব্যান্ডের কোনো রিলিজড গান নেই যতদূর জানি। লাইভ কনসার্ট ছিল। এই ব্যান্ডও শুনেছে! অনুমান করছি, বোর্ডের প্রশ্নপত্রের নামকরণ করা লোকটি নব্বই দশকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছিলেন; ছিলেন বাংলা ব্যান্ডের ফ্যান। এখনও যিনি ব্যান্ড শোনেন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭