ইনসাইড বাংলাদেশ

ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা না মেনে আইওয়াশের অভিযান, বিনিময়ে শাস্তি পেল এসআই


প্রকাশ: 03/07/2024


Thumbnail

উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের নামে থানা পুলিশ আইওয়াশের পর শুধু মাত্র দুই কার্টুন ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেই অভিযান সমাপ্ত করেছে।  

সুনামগঞ্জের তাহিরপুরে নানা নাটকীয়তা সময়ক্ষেপনের পর থানা পুলিশের এমন অভিযান নিয়ে সচেতন মহলে গোটা পুলিশ বাহিনীর ভাবমুর্তিকে ফের প্রশ্নবিদ্ধ করেছে।

তাহিরপুর থানায় জব্দ তালিকা এজাহার সুত্রে জানা গেছে, গত রোববার (৩০ জুন) মধ্য রাত পরবর্তী কোন এক সময়ে থানার এক এসআই সঙ্গীয় অফিসার্স নিয়ে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের এক কাঠ মিস্ত্রির দোকান কোটার তালা ভেঙ্গে দুই কার্টুন ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেন।

জব্দ তালিকা তৈরীর পর পরদিন জুলাই অভিযান পরিচালনাকারী এসআই বাদী হয়ে উপজেলার কামড়াবন্দ গ্রামের শেখ গোলাম রব্বানীর ছেলে শেখ মানিককে একমাত্র পলাতক আসামী অজ্ঞাত নামা থেকে জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

এর পূর্বে শনিবার সকালে বাদাঘাট বাজারে আসা এক নেটিজেন মসজিদের পেছনে জনৈক ব্যক্তির পাকা মার্কেটে থাকা একটি কক্ষের ভেতর চোরাকারবারীদের ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসির বিড়ির সারি সারি খাঁচা কয়েক কার্টুন বিদেশি মদের চালান মজুদ করে রাখার ভিডিও ফুটেজ ধারণ করেন।

তথ্য ওই নেটিজেন জনস্বার্থে থানা পুলিশকে জানানোর পরও তারা অভিযানে সায় দেননি। এরপর বিষয়টি জেলা পুলিশের দায়িত্বশীলদের ভিডিও ফুটেজ প্রেরণ করে অবহিত করা হয়।
রোববার বিকেলে জেলা পুলিশের দায়িত্বশীল অফিসারগণ থানা পুলিশকে অভিযানের নির্দেশনা দিলেও পুলিশ সময়ক্ষেপন করতে থাকেন।

এক পর্যায়ে অভিযানের খবর থানা পুলিশের নিকট থেকে চোরাকারবারীরা জেনেও যায়। পরিস্থিতি সামাল দিতে কয়েক লাখ টাকার ভারতীয় বিড়ি খাঁচা ও বিদেশি মদের কার্টনগুলো তারা।

এদিকে চোরাচালানীরা নিরাপদে সড়ে যাবার পরই রোববার মধ্যরাত পরবর্তী সময়ে যখন বাজারের অধিকাংশ ব্যবসায়ী রাতে ঘুমাতে যান ঠিক তখনই চোরাচালানীদের নির্দেশিত কাঠ মিস্ত্রি দোকান কোটার তালা ভেঙ্গে দুই কার্টুন ভারতীয় শেখ নাসির বিড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে অভিযান সমাপ্ত করেন।


এদিকে ভারতীয় আমদানি নিষিদ্ধ একাধিক বিড়ি, বিদেশি মাদক চোরাকারবারী, তাদের পেছনে থাকা গড ফাদারদেরকে রক্ষার কৌশল হিসাবে তড়িঘড়ি করে একজনকে পলাতক আসামী দেখিয়ে সোমবার সকালে  থানায় মামলা দায়ের করানো হয় অভিযান পরিচালানাকারী এসআই পার্ডন কুমার সিংহকে দিয়ে।
বুধবার সকালে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন অভিযান প্রসঙ্গে বলেন, অভিযানে দুই কার্টুন ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে,এক চোরাকারবারীকে পলাতক আসামী দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ‘ঊধ্বর্তন অফিসারগণের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে মাদকসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা না করায় অভিযানের নেতৃত্বে থাকা এসআই পার্ডন কুমার সিংহকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭