ইনসাইড বাংলাদেশ

ছাত্র-শিক্ষক আন্দোলন: প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আওয়ামী লীগ


প্রকাশ: 05/07/2024


Thumbnail

ছাত্র এবং শিক্ষকদের আন্দোলন নতুন করে বেগবান হয়েছে এবং এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগের অনেকে উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকেও এই আন্দোলনের ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই সব আন্দোলনের ব্যাপারে। সরকারের অবস্থান স্পষ্ট নয়। বিশেষ করে শিক্ষকদের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে সরকারের অবস্থান অনড় রয়েছে এখন পর্যন্ত।

সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল শিক্ষক নেতৃবৃন্দের। কিন্তু সেই বৈঠক হয়নি। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলতে চাইছেন। প্রধানমন্ত্রী এ আন্দোলনের ব্যাপারে কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটি তারা দেখতে চাইছেন।

প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে কোনরকম মন্তব্য করেননি। তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শিক্ষকদের অনেকের সঙ্গেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের সঙ্গে কথা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে প্রত্যয় স্কিমের ব্যাপারে আপস না করার নীতি গ্রহণ করা হয়েছে। সরকারের দায়িত্বশীল একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে, সরকার পর্যায়ক্রমে সব পেনশনই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনবেন। আর শিক্ষকদের পক্ষ থেকে এই পেনশন স্কিম নিয়ে যে বক্তব্য গুলো দেওয়া হচ্ছে, সেই বক্তব্যগুলো পুরোটা সঠিক নয় বলেই মনে করছেন অনেকে। আর এরকম বাস্তবতাতেই শেষ পর্যন্ত শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে একটি অপেক্ষা নীতি গ্রহণ করেছেন। সকলে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য।

অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে সরকারের অবস্থান খুব সুস্পষ্ট। সরকার মনে করছে এখানে তাদের করণীয় কিছু নেই। এটি আদালতের বিষয়। উল্লেখ্য যে, এই কোটা বিরোধী আন্দোলন অতীতে হয়েছিল। সেই সময় সরকার সমস্ত কোটা বাতিল করে দিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তিযুদ্ধের কোটা পুনরায় চালু হয়। এখন এই মুক্তিযুদ্ধ কোটা বাতিলের দাবিতে নতুন করে আন্দোলন করছেন কোটা বিরোধীরা।

কিন্তু এই সিদ্ধান্ত সরকারের দেওয়ার এখতিয়ার নেই বলেই সরকার একাধিক দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। বরং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এই কোটার বিষয়টি। সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই সরকার মেনে নেবে বলে জানা গেছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র বলছে যে, কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো করণীয় নেই। বরং সরকার পুরো বিষয়টির দিকে নজর রাখছেন। আদালতে কি ফায়সালা হয় সে ব্যাপারেও তারা লক্ষ্য রাখছেন।

তবে সরকারের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখা হচ্ছে। তার মধ্যে রয়েছে, এই আন্দোলনে যেন রাজনীতি করা না হয়। এই আন্দোলনের সঙ্গে জামায়াত এবং বিএনপির সম্পৃক্ততা কতটুকু এবং এই আন্দোলনকে যেন অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা না হয়। এরকম একটি বাস্তবতায় সরকার কোটা বিরোধী আন্দোলনের গতি প্রকৃতি লক্ষ্য করছে এবং এই আন্দোলন যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে ব্যাপারে সরকারের কঠোর পর্যবেক্ষণ এবং নজরদারি রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭